ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৪৫৬

আমি এবার  বিয়ে করব: সোহানা সাবা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৫ ২৫ জুলাই ২০২২  

অভিনয়ের পাশাপাশি ফেসবুকেও সরব হাল আমলের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। এই অভিনেত্রী ভক্ত-দর্শকদের প্রশ্নে উত্তর দিয়ে থাকেন । পছন্দের নানা বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এবার সাবাহ কথা বললেন তার বিয়ে নিয়ে।

 

নিজের ফেসবুক পাতায় বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন সোহানা সাবা। পোস্টটি নিচে দেওয়া হলো:


 
অনেকেই ইনিয়ে-বিনিয়ে প্রকাশ্যে আড়ালে জানতে চাইছেন এবার আমি কবে বিয়ে করব...? সত্যি বলতে কোনো শিশুর জন্মের খবর শুনলে, সবাই দম্পতির কাছে জানতে চায় ‘তোমাদের খবর কবে শুনব?’

 

কারও মৃত্যুর খবর শুনলে যেমন নিজের বা কাছের মানুষের মৃত্যুচিন্তা মাথায় ভর করে, তেমনি কারও বিয়ের খবর পেলে বিবাহ-সম্ভাব্য ব্যক্তির দিকে সবার নজর পড়ে যে, তার নম্বর কবে আসবে? যদিও আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলতে পছন্দ করি না... তবুও বলছি। বিয়ে যদি কখনো করিও... আর ভুল করব না—সেটাই ট্রাই করব।

 

ছোটবেলার এক সিদ্ধাস্দে যা কিছু অগোছালো হয়েছে, তা আজও সামলিয়ে কতটা উঠতে পেরেছি তা জানি না। তবে আর নিজেকে এলোমেলো দেখতে চাই না। কোনো রকম পিআর প্রেশার কাজ করবে না আমার সঙ্গে। জীবনটা খুব সুন্দর। জীবনের প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করতে চাই। আমি সব সময় বলি, স্বাধীনতা হারিয়ে সে স্বাধীনতা ফিরে পাওয়ার অনেক আনন্দ। সেটা আমার চেয়ে ভালো কে জানবে?

 

এটা নিজের জীবন, নিজের আয়-ব্যয়, নিজের চিন্তা-ভাবনা, নিজের মতবাদ, নিজের বিশ্বাস, নিজের বেড়ে ওঠা জীবন, নিজের সম্মানবোধ, নিজের সততার, নিজের শিক্ষার, নিজের নিশ্বাস নেওয়ার স্বাধীনতা। আমি স্বাধীনতাগুলো আর হারাতে চাই না। আর যদি কখনো বা বিয়ে করি, আগে এটুকুই নিশ্চিন্ত হবো যে, আমার এটুকু স্বাধীনতাকে সম্মান করা হবে... আর কিছু নয়।


উল্লেখ্য নির্মাতা মুরাদ পারভেজের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন অভিনয়শিল্পী সোহানা সাবা। তবে ২০১৬ সালে তাদের সংসারে ভাঙন দেখা দেয়। তখন থেকে সাহানা সিঙ্গেল। 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর